রবিবার | ১ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ট্রাম্পের হ|মলার হু’মকিকে ‘স্বাগত’ জানাল নাইজেরিয়ার সরকার

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় খ্রিস্টানদের হত্যার দাবি করে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নাইজেরিয়া সরকার পদক্ষেপ না নিলে আমেরিকার সাহায্য বন্ধের পাশাপাশি দেশটিতে দ্রুত ও “নির্মম” হামলা চালানো হতে পারে।

ট্রাম্পের এ হামলার হুমকির জবাবে কোনো তীব্র প্রতিক্রিয়া না দেখিয়ে উল্টো এটিকে স্বাগত জানিয়েছে নাইজেরিয়ার সরকার।

তারা বলেছে, নাইজেরিয়ার ভৌগলিক অখণ্ডতাকে সম্মান জানিয়ে যদি আমেরিকার উগ্রপন্থিদের দমনে হামলা চালায় তাহলে তারা এতে সম্মতি দেবে।

নাইজেরিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র ড্যানিয়েল বাওয়ালা বলেন, “যুক্তরাষ্ট্র যতক্ষণ আমাদের অখণ্ডতাকে সম্মান জানাবে ততক্ষণ পর্যন্ত তাদের এ সহায়তাকে আমরা স্বাগত জানাব। আমি বিশ্বাস করি দুই দেশের নেতা যখন দেখা করবেন এবং বৈঠকে বসবেন, তখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে যৌথ লড়াইয়ে আমরা ভালো কিছু পাব।”

সূত্র: রয়টার্স

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ