বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের নামে ভারতে যা হচ্ছে তা ‘অত্যন্ত বাড়াবাড়ি’ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী।
তিনি বলেন, বাংলাদেশের বড় বড় প্রশাসনিক পদগুলোতে বসে রয়েছেন হিন্দুরা। থানার বড়বাবু, বিচারপতি এসপি, ডিএম কত হিন্দু। এগুলো দেখা যায় না?
তিনি আরও বলেন, মাদ্রাসার ছেলেরা মন্দির পাহারা দিয়ে পুজা করার সুযোগ করে দিয়েছে। এগুলো দেখতে পান না? পালটা হামলা যারা করছে, তারা অস্থির মস্তিষ্কের। বাংলাদেশে কোথায় কি ঘটেছে, প্রকৃতপক্ষ কতট অত্যাচার হলে নিশ্চিতভাবে তার নিন্দা করতে হবে। তবে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
এছাড়াও বাবরি মসজিদ প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাবরি মসজিদ শহীদের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য ছিল ‘এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।’ ইউনুছ সাহেব ও ভালো উত্তর দিয়েছেন। এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়।
উল্লেখ্য, বাংলাদেশে বানোয়াট সংখ্যালঘু নির্যাতনের নামে একের পরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে উগ্র হিন্দুত্ববাদী দল বিজেপি। কলকাতার রাস্তায় নেমে এসে বাংলাদেশের পতাকা অবমাননা থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মুহাম্মাদ ইউনুসের কুশপুত্তলিকা দাহ করেছে তারা।
সূত্র: দৈনিক শিক্ষা ডটকম











