ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান হামলা চালিয়েছে। এ হামলায় দুই সেনা সদস্য নিহত হয়েছেন।
গত সোমবার (২ জানুয়ারি) স্থানীয় সময় রাত ২টায় এ হামলার ঘটনা ঘটে। দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর ও তার আশপাশের এলাকা লক্ষ্য করেই মূলত দখলদার ইসরাইল এ হামলা চালায়।
সিরিয়া সরকারের আঞ্চলিক গোয়েন্দা সূত্রের মতে এ হামলার লক্ষ্য ছিল তেহরানের সামরিক সরঞ্জাম ধ্বংস করা।
হামলায় দুই সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন। এছাড়া অবকাঠামোগতভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। যার কারণে বিমানবন্দরের পরিষেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে হামলার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি ইসরাইল।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড