ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর বলেছেন, আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক সমাজ ও জনগণের ভেতরে গভীরভাবে প্রোথিত। তিনি জোর দিয়ে বলেন, এই সম্পর্ক কোনো নির্দিষ্ট সরকার বা শাসনব্যবস্থার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তা অনেক বিস্তৃত ও দীর্ঘস্থায়ী।
শুক্রবার (২ জানুয়ারি) চেন্নাই রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে আফগানিস্তান বিষয়ে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে তিনি এ কথা বলেন।
জয়শঙ্কর বলেন, “ভারত ও আফগানিস্তানের মধ্যে শতাব্দীপ্রাচীন সম্পর্ক রয়েছে, যার ভিত্তি মূলত সামাজিক বন্ধন।”
তিনি বলেন, “সময় সময়ে সরকার ও শাসনব্যবস্থার উত্থান-পতন ঘটেছে। কিন্তু শেষ পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটি সমাজকেন্দ্রিকই থেকে গেছে।”
আফগানিস্তান বর্তমানে গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি উল্লেখ করে তিনি আরও বলেন, এই সংকটগুলো মোকাবিলায় জনগণকে কেন্দ্র করেই ভাবতে হবে। বিশেষ করে এমন এক সময়ে, যখন দেশটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে, তখন ভারতের সম্পৃক্ততা পরিচালিত হচ্ছে সাধারণ আফগান জনগণের প্রয়োজনকে সামনে রেখে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, টিকা এবং কৃষিখাতে সহায়তা—যেমন কীটনাশক সরবরাহসহ—গুরুত্বপূর্ণ মানবিক ও উন্নয়ন খাতে আফগানিস্তানের সঙ্গে ভারতের সহযোগিতা অব্যাহত রয়েছে। তিনি স্পষ্ট করে জানান, এসব উদ্যোগের পেছনে রাজনৈতিক বিবেচনা নয়; বরং আফগান জনগণের পাশে থাকার ভারতের প্রতিশ্রুতিই মূল চালিকাশক্তি।
এ ছাড়া তিনি নিশ্চিত করেন, সম্প্রতি তিনি তাঁর আফগান সমকক্ষের সঙ্গে, তাঁর ভাষায়, একটি “খুবই ভালো আলোচনা” করেছেন। পারস্পরিক আগ্রহসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ভবিষ্যতেও এই সম্পৃক্ততা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সূত্র: আরিয়ানা নিউজ











