রবিবার | ৪ জানুয়ারি | ২০২৬
spot_img

আমরা গাজ্জায় গণহত্যা দেখেতে পাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না: মাহাথির মুহাম্মাদ

মালয়েশিয়ার রাষ্ট্রনায়ক ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদ বলেছেন, “মানবজাতি সভ্য হওয়ার দাবি করতে পারে না। আমরা বর্বরদের স্তরে নেমে গেছি। আমরা ঘোর অন্যায়, গণহত্যা ও সীমাহীন হত্যাকাণ্ড দেখতে পাচ্ছি, কিন্তু কিছুই করছি না।”

শুক্রবার (২ জানুয়ারি) গাজ্জায় সহায়তা পৌঁছানোতে ইসরাইলের বাধার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে মাহাথির মুহাম্মাদ বলেন, “অক্টোবর ২০২৩ থেকে গাজ্জায় ৭০,০০০ ফিলিস্তিনিকে ইসরাইলিরা হত্যা করেছে। কিন্তু তারা দুই মাসেরও বেশি আগে যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল, সেই সময়েও হত্যা থামায়নি।”

তিনি আরও বলেন, “এবার তারা গাজ্জায় ওষুধ ও খাদ্য সরবরাহও বন্ধ করেছে। এমনকি চিকিৎসকরাও গাজ্জায় প্রবেশ করতে পারছেন না, যাতে তারা ধ্বংসপ্রাপ্ত হাসপাতালে অসুস্থ ও আহতদের চিকিৎসা দিতে পারেন। ওই হাসপাতালগুলোই ইসরাইলি বর্বরদের দ্বারা ধ্বংস করা হয়েছে। বিশ্ব এসব ঘটনাবলী প্রত্যক্ষ করছে।”

ইসরাইল গাজ্জায় কার্যক্রম চালানোর জন্য নতুন নিবন্ধন নিয়ম না মানার কারণে ৩৭টি মানবিক সংগঠনকে নিষিদ্ধ করেছে।

ত্রাণ সংস্থাগুলো বলছে, জানুয়ারি ১ থেকে কার্যকর এই নিষেধাজ্ঞা উপত্যকার জনসংখ্যার জন্য ক্ষতিকর হবে। তারা এখনও ত্রাণের জন্য গুরুতরভাবে নির্ভরশীল।

সূত্র: মিডল ইস্ট মনিটোর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ