রবিবার | ৪ জানুয়ারি | ২০২৬
spot_img

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি দখলে নিয়েছে সৌদি জোট

ইয়েমেনের একাংশ নিয়ন্ত্রণ করা আরব আরমিরাতের সমর্থনপ্রাপ্ত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির সবচেয়ে বড় সামরিক ঘাঁটি দখলে নিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

শুক্রবার (২ জানুয়ারি) আল জাজিরার এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আমিরাত সমর্থিত ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এসটিসির নিয়ন্ত্রণে থাকা হাদরামাউতু প্রদেশের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি ‘আল খাশা’ দখলে নিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি সমর্থিত প্রদেশটির গভর্নর সালেম আল-খানবাশি বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দেন। তিনি বলেন, আল খাশায় এসটিসির পতন ঘটেছে। বৃহত্তম সামরিক ঘাঁটিটির নিয়ন্ত্রণ এখন সৌদি জোটের দখলে। বাহিনী এখন সিউনের শহরের দিকে অগ্রসর হচ্ছে।

সংবাদমাধ্যমের তথ্যমতে, এর আগে ঘাঁটিটি দখলে নিয়ে বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন জোট। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে এসটিসির বিভিন্ন যানবাহন জ্বলতে দেখা যায়।

এছাড়া আরব সাগরেও নৌ-বাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটি।

প্রতিরক্ষামন্ত্রী তুর্কি আল-মালিকি এবিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করে লিখেন, এই পদক্ষেপের উদ্দেশ্য হলো, সামুদ্রিক নজরদারি জোরদার করা এবং এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কার্যকরী কাজ সম্পাদন করা।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক শিপিং লেন রক্ষা এবং অবৈধ কার্যকলাপ প্রতিরোধে সৌদি নৌবাহিনীর চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই সৌদি রয়েল নেভিকে মোতায়েন করা হচ্ছে।

এছাড়া রাজধানী সানা সহ ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলে নিয়ন্ত্রণ করা ও নিজস্ব সরকার গঠন করা হুথিরা জানায়, তারা ইয়েমেনে সৌদি জোট এবং আমিরাতি বাহিনীর কাউকে দেখতে চায় না। তারা দেশ দু’টিকে ইয়েমেন ছেড়ে যাওয়ার আহবানও জানায়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ