আমেরিকা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থাপনায় বড় মাত্রার সামরিক হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে দেশটির বাইরে উড়িয়ে নিয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আটক দুজনকে ঠিক কোথায় নেওয়া হয়েছে, সে বিষয়ে ওয়াশিংটন বিস্তারিত কিছু জানায়নি।
ট্রাম্পের ঘোষণার সময় কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ, আকাশে যুদ্ধবিমান বা উড়োজাহাজের তৎপরতা, এবং কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্নতার খবর আসে। ভেনেজুয়েলার সরকার এটিকে সার্বভৌমত্বে আঘাত বলে নিন্দা করে জাতীয় জরুরি অবস্থা জারির কথা জানায়।
এদিকে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রীর বর্তমান অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত নন এবং অবিলম্বে “প্রাণের প্রমাণ” দিতে যুক্তরাষ্ট্রের কাছে দাবি জানিয়েছেন।
মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, নিউ ইয়র্কে দায়ের করা এক অভিযোগপত্রের ভিত্তিতে মাদুরো ও ফ্লোরেসকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি করা হবে।
সিবিএস নিউজের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, অভিযানে মার্কিন সেনাবাহিনীর বিশেষ বাহিনী ডেল্টা ফোর্স অংশ নেয়। তবে অভিযান পরিচালনার আইনি ভিত্তি, ক্ষয়ক্ষতির পরিমাণ, এবং পরবর্তী কূটনৈতিক পদক্ষেপ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
সূত্র : রয়টার্স, এপি, আল জাজিরা, সিবিএস নিউজ











