মঙ্গলবার | ৬ জানুয়ারি | ২০২৬
spot_img

খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্ত করেছে ঢাবি শাখা ছাত্রদল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে শোকবই উন্মুক্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

রোববার (৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সবার জন্য শোকবইটি উন্মুক্ত করা হয়।

অনুষ্ঠানের নাছির উদ্দীন নাছির বেগম খালেদা জিয়ার স্মরণে শোকলিপি লিখে কর্মসূচির উদ্বোধন করেন। পরে পর্যায়ক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন শোকবইয়ে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি নাছির উদ্দীন নাছির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, শোকবইটি একই স্থানে আগামী ৫ ও ৬ জানুয়ারি সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ