রবিবার | ৪ জানুয়ারি | ২০২৬
spot_img

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষীদের ওপর ইসরাইলের দুই দফা হামলা

লেবাননে নিযুক্ত জাতিসংঘের অন্তর্বর্তী শান্তিরক্ষা বাহিনীর (ইউনিফিল) ওপর দুই দফায় গুলি চালিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শুক্রবার (২ জানুয়ারি) দক্ষিণ লেবাননের কফর শৌবা এলাকায় টহলরত শান্তিরক্ষীদের লক্ষ্য করে মেশিনগান থেকে গুলি ছোড়া হয়। ইসরাইলি সেনাবাহিনীর ব্লু লাইনের দক্ষিণ ভাগ থেকে এ হামলা চালানো হয়েছে বলে নিশ্চিত করেছে ইউনিফিল।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে , শুক্রবার কফর শৌবা এলাকায় টহলরত শান্তিরক্ষীদের ওপর অন্তত ১৫ রাউন্ড গুলি ছোড়া হয়। এ হামলা শান্তিরক্ষীদের অবস্থান থেকে সর্বোচ্চ ৫০ মিটার দূরে আঘাত হানে। সংস্থার নিয়ম অনুযায়ী টহল কার্যক্রম শুরুর আগেই সংশ্লিষ্ট এলাকায় শান্তিরক্ষীদের উপস্থিতির বিষয়টি ইসরাইলি সেনাবাহিনীকে জানানো হয়েছিল।

সংস্থাটি আরও জানিয়েছে, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যে একই এলাকায় আরেকটি টহল দলের ওপর মেশিনগান থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়।

তবে সংস্থাটির তথ্য মতে, উভয় ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত হয়নি। দুই ক্ষেত্রেই গুলিবর্ষণ হয়েছে ইসরাইলি সেনাবাহিনীর ব্লু লাইনের দক্ষিণে অবস্থিত একটি সামরিক অবস্থান থেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংস্থাটি সংশ্লিষ্ট যোগাযোগ চ্যানেলের মাধ্যমে ‘ফায়ার বন্ধ’ করার অনুরোধ জানিয়েছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ