শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

সৌদি যুবরাজের সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে গিয়ে দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিরিয়ার অন্তর্বর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।

রোববার (৩ ফেব্রুয়ারি) সৌদি আরবের রাজধানী রিয়াদে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আল-শা’রার এই সাক্ষাৎ হয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারি ফুটেজে দেখা যায়, রাজধানী রিয়াদে সৌদি যুবরাজের সাথে করমর্দন করছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শা’রা। এর আগে, সিরিয়ার প্রেসিডেন্টকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানবন্দরে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন আব্দুল আজিজ।

সৌদি আরবের রাষ্ট্রিয় বার্তা সংস্থা এসপিএ বলেছে, গত সপ্তাহে আল-শা’রা সিরিয়ার অন্তবর্তী সরকারের নতুন প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পাওয়ার পর উপসাগরীয় অঞ্চলের দ্বিতীয় নেতা হিসেবে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল-শা’রার সঙ্গে সিরিয়ার নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানিও রিয়াদ সফর করছেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img