শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক নয় : আলজেরিয়া

আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেব্বুন বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে
ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সাথে সম্পর্ক নয়।

রোববার (২ ফেব্রুয়ারি) ফ্রান্সভিত্তিক গণমাধ্যম লি পয়েন্টকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

প্রেসিডেন্ট মাজিদ তেব্বুন বলেন, যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে তার দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগ নেবে। এর আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করবে না।

যদি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, তাহলে কি তার দেশ ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে উদ্যোগ নেবে? এমন প্রশ্নের জাববে তিনি বলেন, অবশ্যই উদ্যোগ নেবে। আর সেদিনই কেবল এটি সম্ভব হবে।

তিনি আরও বলেন, আমরা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠাকেই এখন পর্যন্ত প্রায়োরিটি দিচ্ছি।

উল্লেখ্য, আলজেরিয়া বরাবরই ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে আসছে। সেজন্য তারা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার আগে ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণে যেকোনো কূটনৈতিক তৎপরতাকে প্রত্যাখ্যান করে আসছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img