শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল যেভাবে পাবেন শিক্ষার্থীরা

কওমী মাদরাসাসমূহের সম্মিলিত শিক্ষাবোর্ড আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রকাশ করা হবে।

বোর্ডের অফিস ব্যবস্থাপক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, আজ দুপুর ২টায় ১৪৪৬ হিজরী/২০২৫ ঈসাব্দের দাওরায়ে হাদীস পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

পরীক্ষার ফলাফল কীভাবে পাবেন শিক্ষার্থীরা- তা জানিয়েছে বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল প্রকাশের পর নিচের সাইটে প্রবেশ করে ব্যক্তিগত ও মাদরাসার ফলাফল দেখা যাবে: https://hems.alhaiatululya.org, https://hems.alhaiatululya.org/exam-result.

সকল মাদরাসার অ্যাডমিন নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব মাদরাসার ফলাফল প্রিন্ট করতে পারবেন। বোর্ড অ্যাডমিনগণও নিজ নিজ আইডিতে প্রবেশ করে স্ব স্ব অধিভুক্ত সকল মাদরাসার ফলাফল দেখতে ও প্রিন্ট করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফলাফল প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত আজ স্থায়ী কমিটির সভায় আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান ফলাফল ঘোষণা করবেন। সভায় পরীক্ষা মনিটরিং সেলের সদস্যবৃন্দ, পরীক্ষা উপকমিটির সদস্যবৃন্দ এবং নিরীক্ষকবৃন্দ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, হাইআ’র অধীনে চলতি বছরের দাওরায়ে হাদীস পরীক্ষা গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে শেষ হয় সে মাসের ২৪ তারিখে। দু‘দিন বিরতিসহ মোট ১২ দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img