বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক উপদেষ্টা মাওলানা ফজলুর রহমান (৮৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার ( ৩ জুন) বিকাল ৪ টায় নেত্রকোনায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
তিনি নেত্রকোনাস্থ ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান মিফতাহুল উলূম মাদরাসার পরিচালনা পরিষদের প্রধান ছিলেন। এছাড়াও জমিয়াতুল মোদার্রেছীন বাংলাদেশের কেন্দ্রীয় নীতিনির্ধারক হিসেবে সরকারি মাদ্রাসা শিক্ষকদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক ভূমিকা রাখেন।
মৃত্যুকালে তিন ছেলে, দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান মাওলানা ফজলুর রহমান। বরেণ্য এ ইসলামী রাজনীতিবিদের ইন্তেকালে দেশের দ্বীনি অঙ্গনে শোকের ছায়া বিরাজ করছে।