বৃহস্পতিবার | ৩ জুলাই | ২০২৫

ফিলিস্তিনের এক স্কুল থেকে ৭০ শিশুকে তুলে নিয়ে গেছে ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিনের পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে তুলে নিয়ে গেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

বুধবার (২ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি

প্রতিবেদনে বলা হয়, ৭০ জনেরও বেশি শিশু গ্রীষ্মকালীন একটি আয়োজনে যোগ দেওয়ার সময় হেবরনের অবরুদ্ধ এলাকায় শুহাদা স্ট্রিট কিন্ডারগার্টেনে দখলদার বাহিনী হামলা চালায়।

প্রতিবেদনে আরও বলা হয়, কিন্ডারগার্টেনের বেশ কয়েকজন কর্মীকে ধরে নিয়ে যায় এবং তাদের ফোন ভেঙে দেয় ইসরাইলি বাহিনী। যার ফলে ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের মধ্যে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পৃথক প্রতিবেদনে ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের সালফিতের পশ্চিমে অবস্থিত কারাওয়াত বানি হাসান শহরে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। এ সময় ইসরাইলের সন্ত্রাসী বাহিনী বাড়িঘরে হামলা ও লুটপাট চালিয়েছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img