বৃহস্পতিবার | ৩ জুলাই | ২০২৫

গাজ্জায় হাসপাতালের পরিচালককে হত্যা করল ইসরাইল

spot_imgspot_img

ফিলিস্তিনের গাজ্জায় বিমান হামলা চালিয়ে ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক ড. মারওয়ান সুলতানকে পরিবারের সাত সদস্যসহ হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (২ জুলাই) এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ড. মারওয়ান সুলতান ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালনার দয়িত্বে ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে চিকিৎসা পেশার সাথে যুক্ত ছিলেন। এই ঘটনাকে গাজ্জার চিকিৎসা কর্মীদের বিরুদ্ধে নৃশংস অপরাধ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইসরাইলি বাহিনী দাবি করছে, গাজ্জা সিটি এলাকায় হামাসের একজন গুরুত্বপূর্ণ যোদ্ধাকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। হামলায় সেবাসমরিক নাগরিকদের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা পর্যালোচনা করে দেখা হচ্ছে।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img