বৃহস্পতিবার | ৩ জুলাই | ২০২৫

গত ২৪ ঘন্টায় ১১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল; সর্বমোট নিহত ৫৭,১৩০

spot_imgspot_img

আমেরিকার প্রত্যক্ষ মদদে গাজ্জায় গত ২৪ ঘন্টায় ১১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বৃহস্পতিবার (৩ জুলাই) গাজ্জা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় ১১৮ ফিলিস্তিনিকে হত্যা ও ৫৮১ জনকে আহত করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। আমেরিকা-ইসরাইল সমর্থিত সহায়তা কেন্দ্রে নিহত হওয়া ১২ ফিলিস্তিনি ও আহত ৪৯ জনও অন্তর্ভুক্ত রয়েছে।

এতে আরও বলা হয়, ২৭ মে চূড়ান্ত যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে শুরু হওয়া ইসরাইলি হামলায় ত্রাণ নিতে আসা নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৬৫২ জনে গিয়ে দাঁড়িয়েছে। আর আহতের সংখ্যা ৪ হাজার ৫৩৭ ছাড়িয়েছে।

এছাড়াও বলা হয়, ৭ অক্টোবর, ২০২৩ থেকে শুরু হওয়া গণহত্যায় এখন পর্যন্ত সর্বমোট নিহতের সংখ্যা বেড়ে ৫৭ হাজার ১৩০ জনে এবং আহত ১ লক্ষ ৩৫ হাজার ১৭৩ এ গিয়ে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ

spot_img
spot_img
spot_img