ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় বিভিন্ন মিশন পরিচালনার জন্য গাজ্জার তরুণদের মাদকের ফাঁদে ফেলে সহযোগী বা এজেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।
বৃহস্পতিবার (৩ জুলাই) হামাসের এক নিরাপত্তা কর্মকর্তা সংবাদমাধ্যমকে একথা জানান।
তিনি বলেন, ইসরাইলী বাহিনী গাজ্জায় এমন দীর্ঘমেয়াদি সমস্যা ও পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে যা অপরাধী চক্রের (ক্রিমিনাল গ্যাং) জন্ম দিবে। কেননা, তাদেরকে এই ফিলিস্তিনি উপত্যকার ভেতরকার নিরাপত্তা অস্থিতিশীল করে তোলার নির্দেশনা দেওয়া হয়েছে।
হামাসের এই নিরাপত্তা কর্মকর্তা আরো বলেন, হামাস সম্প্রতি ইসরাইলের একটি প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তারা গাজ্জায় তাদের সহযোগীদের মাধ্যমে বিভিন্ন মিশন সম্পাদনের জন্য আধুনিক মোবাইল ফোন ও গুপ্তচরবৃত্তির বিভিন্ন সরঞ্জাম পৌঁছানোর চেষ্টা করছিলো।
গাজ্জার তরুণদের সহযোগী হিসেবে পেতে মাদকের ফাঁদে ফেলার বিষয়ে তিনি বলেন, তরুণদের ফাঁদে ফেলতে ও নৈতিকভাবে ভেঙে ফেলতে ইসরাইল প্রায়ই মাদক ব্যবহার করে থাকে। যেনো তাদের ইসরাইলের নিরাপত্তার স্বার্থে গুপ্তচরবৃত্তির কাজে ব্যবহার করা যায়।
গাজ্জার ত্রাণ কার্যক্রমে ইসরাইলী গোয়েন্দাদের সক্রিয় অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরাইলী গোয়েন্দা কর্মকর্তা যারা ত্রাণ বিতরণে নিযুক্ত, মূলত তাদের মাধ্যমেই গাজ্জায় বিপুল পরিমাণ মাদক পাচার করা হয়েছে। তারা ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোকে সহযোগী বা এজেন্ট নিয়োগের প্রধান ক্ষেত্র হিসেবে ব্যবহার করে আসছে।
সূত্র: আল জাজিরা