বৃহস্পতিবার | ৩০ অক্টোবর | ২০২৫

পৃথক পাঁচ মামলায় খালাস পেলেন খালেদা জিয়া

মানহানির পৃথক পাঁচ মামলায় খালাস পেয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত চারটি এবং অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত একটি মামলায় খালাসের আদেশ দেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে ‘বাংলাদেশ জননেত্রী পরিষদে’র সভাপতি এবি সিদ্দিকীর করা মুক্তিযোদ্ধাদের কটুক্তি ও জন্মদিন পালনসহ মানহানির মোট পাঁচটি মামলায় খালাস আবেদন করেছিলেন বিএনপি চেয়ারপার্সনের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মাসুদ তালুকদার বলেন, ‘বাদীরা কোনোদিন আদালতে আসেনই নি। বাদী মারা গেছেন চার বছর আগে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে করা এ মামলাগুলো বন্ধ হয়নি।’

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img