কাশ্মীরে পৃথক তিনটি হামলার চালিয়েছে উপত্যকাটির স্বাধীনতাকামী যোদ্ধারা। এর মধ্যে ভারতীয় বাহিনীর সিআরপিএফ এর ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে গ্রেনেড হামলা চালায় তারা। তবে টার্গেট মিস হওয়ায় এতে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশ।
শনিবার (২ অক্টোবর) সন্ধ্যায় কাশ্মীরের অনন্তনাগ জেলায় এ হামলা চালানো হয়।
জানা যায়, ভারতীয় বাহিনীর সিআরপিএফ এর ৪০ ব্যাটালিয়নের একটি বাঙ্কারে গ্রেনেড হামলা ছাড়াও আরও দুইটি হামলা চালায় স্বাধীনতাকামী যোদ্ধারা। এতে একজন নিহত হয়েছে। অপরজনকে গুরুত অবস্থায় হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে অপর দুইটি হামলা যাদের ওপর করা হয়েছে তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
এদিকে ভারতীয় বাহিনীর ওপর গ্রেনেড হামলার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে ফেলে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ও চেকপোস্টগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েন করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর পুলিশ।