আল আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘনের ঘটনা বৃদ্ধি পাওয়ায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (২ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলে উত্তেজনা হ্রাসের ক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহবান জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, “পবিত্র স্থানগুলো, বিশেষ করে জেরুসালেমের আল আকসা মসজিদের ঐতিহাসিক গুরুত্ব ও পবিত্রতা লঙ্ঘন করে এমন কর্মকাণ্ড সম্পূর্ণ অগ্রহণযোগ্য বিষয়।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটি গত রবিবারের ইহুদিদের ধর্মীয় উৎসব “সুক্কোৎ” এর ঘটনার পরেই এসেছে। যেখানে এই উৎসবকে কেন্দ্র করে ১ হাজার ১০০ জন ইহুদি পূর্ব জেরুসালেমের আল আকসা মসজিদে অনুপ্রবেশ করে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, “আমরা ইসরাইলি সরকারের কাছে আবারো আহ্বান জানাচ্ছি যে, এই অঞ্চলে সহিংসতা বৃদ্ধি করে এমন উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। আমরা আশা করি এ বিষয়ে খুব দ্রুত উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করা হবে।”
গত রবিবার, ইহুদিরা আল আকসা মসজিদের মুগরাবি গেট দিয়ে প্রবেশ করে। মসজিদের ভেতরে প্রবেশের পর সেখানে তালমুদিক আচার অনুষ্ঠান পালন করে তারা। এ সকল কর্মকাণ্ড যেন নির্বিঘ্নে ইহুদিরা করতে পারে সে জন্য তাদের নিরাপত্তায় নিয়োজিত ছিল ইসরাইলি পুলিশ।
এ ঘটনা চলাকালে মসজিদের বাইরের রাস্তায় অবস্থানরত ফিলিস্তিনের উপর চড়াও হয় দখলদার পুলিশ বাহিনী। ঘটনাস্থল থেকে দুইজন ফিলিস্তিনি নারীকে আটক করে তারা।
উল্লেখ্য; ২০০৩ সাল থেকে পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গনে ইহুদিদেরকে ঢোকার অনুমতি দেয় দখলদার ইসরাইল। ফলে ফিলিস্তিনিদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড ও মিডল ইস্ট মনিটর











