সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু বলছেন, “আমাদের বাণিজ্য, শিল্প, প্রযুক্তি, কৃষি ও পর্যটনের ক্ষেত্রে বহু সংখ্যক যৌথ পদক্ষেপ ও উদ্যোগ রয়েছে। আশা করি, আমরা একসাথে পুরো বিশ্বকে প্রাচ্যের উত্থান দেখাব। বন্ধুত্বের নামে আমাদের উত্থান হবে।”
গত শুক্রবার (২ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের ৫১ তম জাতীয় দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সুলেমান সোয়লু আরো বলেন, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মিত্রতা বাড়ানোর জন্য কয়েকটি ক্ষেত্রে যৌথ পদক্ষেপ নেওয়া হচ্ছে। ২০২৩ সাল দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০ তম বছর হবে।
তিনি আরো বলেন, “২০২৩ সালে আমাদের (তুরস্কের) প্রজাতন্ত্রের ১০০ তম বার্ষিকী যা আমাদের গর্বের বছর … আমি আশা করি আমরা তুরস্কের শত তম বার্ষিকী ও আমাদের কূটনৈতিক সম্পর্কের অর্ধশত বার্ষিকী একসাথেই উদযাপন করব।”
তুরস্কের নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সাইদ ছানি আল ধাহেরি বলেন, দুই দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন যুগের সূচনা করেছে যা সাধারণ সার্থ্য অর্জন ও পারস্পরিক অর্থনৈতিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, এই বছরের শুরুতে চুক্তি স্বাক্ষরের পর রাজনৈতিক, অর্থনৈতিক, শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের সম্পর্ক আরও গভীর হয়েছে।
উল্লেখ্য,চলতি বছরের ফেব্রুয়ারিতে, তুরস্কের প্রেসিডেন্ট আঞ্চলিক বিষয়, দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পারিক সহযোগিতা গভীর করার লক্ষ্যে আরব আমিরাতে দুই দিনের সফরে যান। এরদোগানের এ সফরে সম্পর্ক জোরদার করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।
সূত্র : ডেইলি সাবাহ