সিরিয়াতে রুশ বাহিনির দায়িত্বে থাকা একজন জেনারেলকে বরখাস্ত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির সুন্নি গোষ্ঠী তাহরির আল শামস (এইচটিসি) কতৃক আলেপ্পো দখলের পরপরই এই জেনারেলকে বরখাস্ত করা হলো।
সোমবার (০২ ডিসেম্বর) এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, বরখাস্ত ওই জেনারেলের নাম সের্গেই কিসেল। তিনি এর আগে ইউক্রেন যুদ্ধেও নেতৃত্ব প্রদান করেছেন। এছাড়া তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলাও হয়েছে। ধারনা করা হচ্ছে তার জায়গায় স্থলাভিষিক্ত হতে পারেন রুশ জেনারেল সের্গেই সুকোরভিনি। তিনি সিরিয়ায় নৃশংসতার জন্য ‘জেনারেল আর্মাগেডন’ উপাধি পেয়েছিলেন। স্বল্প সময়ের জন্য তিনি ইউক্রেন যুদ্ধের দায়িত্বেও ছিলেন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়াতে শুরু হয় গৃহযুদ্ধ। যুদ্ধের শুরু থেকেই ক্ষমতাসীন বাশার আল আসাদকে সমর্থন জানিয়ে আসছে মস্কো। এজন্য সৈন্য ও অন্যান্য সামরিক সহায়তা দিয়েও পাশে থাকতে দেখা গেছে রাশিয়াকে।
সূত্র: রয়টার্স