সোমবার | ১৫ সেপ্টেম্বর | ২০২৫

ইদলিবের সাধারণ জনগণের উপর সিরিয়া ও রাশিয়ার যৌথ বিমান হামলা; নিহত ২৫

সিরিয়ার ইদলিবের সাধারণ জনগণের উপর বিমান হামলা চালিয়েছে বাশার আল আসাদ ও রাশিয়ার সেনাবাহিনী। এতে কমপক্ষে ২৫ জন সাধারণ নাগরিক শাহাদাত বরণ করেছেন। যার মধ্যে ১০ জন শিশু রয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) এই হামলা চালানো হয়।

প্রসঙ্গত, বিগত বেশ কয়েক বছর ধরে সিরিয়ার সুন্নি মুসলিম সংগঠন তাহরির আল শামসের (এইচটিসি) শক্তিশালী ঘাঁটি এই ইদলিবে। চলতি সপ্তাহে দলটি কতৃক সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো দখলের পরপরই এই হামলা চালালো বাশার আল আসাদ।

হামলার পর বাশার জানিয়েছে, আলোপ্পোতে প্রবেশকারী বিদ্রোহীদের পরাজিত করতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদিও আলেপ্পো থেকে রাজধানীর দিকে অগ্রসর হতে দেখা গিয়েছে এইচটিসি যোদ্ধাদের।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বরের পর থেকে সিরিয়া ও রাশিয়ার সেনাবাহিনী মিলে মোট ৫৬ জনকে হত্যা করেছে। যার মধ্যে ২০ জন শিশু।

সূত্র: রয়টার্স

spot_img
spot_img

এই বিভাগের

spot_img