বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ই’উক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া-আমেরিকা

ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি রাশিয়া-আমেরিকা। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আমেরিকা বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বৈঠক শেষে এ কথা জানান বৈঠকে উপস্থিত ক্রেমলিনের শীর্ষ উপদেষ্টা ইউরি উশাকভ।

বুধবার (৩ ডিসেম্বর) বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা এই বৈঠক শেষ হয় মধ্যরাতের পর।

আলোচনাকে কার্যকর ও গঠনমূলক উল্লেখ করে উশাকভ বলেন, এখনো কোনো সমাধান হয়নি, তবে কিছু আমেরিকার প্রস্তাব নিয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো–উভয় পক্ষেরই সামনে এখনো অনেক কাজ বাকি আছে বলেও জানান উশাকভ।

এ খসড়া চুক্তিতে বলা আছে শান্তিচুক্তি হলে ইউক্রেন তাদের পুরো দোনবাস রাশিয়ার কাছে তুলে দেবে। যারমধ্যে আছে দোনেৎস্ক ও লুহানস্ক। এ দুটি অঞ্চল রক্ষায় হাজার হাজার ইউক্রেনীয়র রক্ত ঝরেছে। হাজার হাজার সেনা প্রাণ দিয়েছেন। তাই ইউক্রেন তাদের ভূখণ্ড ছাড়তে রাজি হচ্ছে না। অপরদিকে রাশিয়াও বলেছে তারা এসব অঞ্চল ছাড়া কোনো চুক্তি করবে না।

পুতিন হুমকি দিয়ে বলেছেন, ইউক্রেন যদি আলোচনার মাধ্যমে ভূখণ্ড তুলে দেয় তাহলে ভালো। নয়ত শক্তিপ্রয়োগ করে দনবাস নিজেদের নিয়ন্ত্রণে নেবেন তারা।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img