শুক্রবার | ৫ ডিসেম্বর | ২০২৫

গাজ্জায় প্রায় ৬২ হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন পরিসংখ্যানে হাজারো নিখোঁজ ব্যক্তিকে মৃত হিসেবে গণ্য করা হয়েছে। যার ফলে গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ভয়াবহ হত্যাযজ্ঞে ফিলিস্তিনি শহীদের সংখ্যা ৬১ হাজার ৭০৯ জনে দাড়িয়েছে।

গাজ্জা উপত্যকার সরকারি তথ্য দপ্তরের প্রধান সালামা মারুফ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন

সংবাদ সম্মেলনে সালামা মারুফ জানান, নিহতদের মধ্যে ৭৬ শতাংশের মরদেহ উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে আনা হয়েছে। তবে এখনও অন্তত ১৪ হাজার ২২২ জন ধ্বংসস্তূপের নিচে বা এমন এলাকায় আটকে আছেন, যেখানে উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি। নিহতদের মধ্যে ১৭ হাজার ৮৮১ জন শিশু, যার মধ্যে ২১৪ জন নবজাতক রয়েছে।

তিনি আরও জানান, ২০ লাখের বেশি ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। অনেকে ২৫ বারেরও বেশি স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন। সংঘর্ষে আহতের সংখ্যা ১ লাখ ১১ হাজার ৫৮৮ জন।

নতুন এই পরিসংখ্যান এমন সময়ে এসেছে যখন ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চলছে। ১৫ মাস ধরে চলা ইসরাইলের এই গণহত্যা সাময়িকভাবে বন্ধ হয়েছে। বর্তমান যুদ্ধবিরতি অন্তত মার্চের শুরু পর্যন্ত বহাল থাকার কথা। এর ফলে উদ্ধারকর্মীরা গাজ্জার বিভিন্ন এলাকায় পৌঁছাতে সক্ষম হয়েছেন, যেখানে আগে প্রবেশ করা সম্ভব হয়নি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img