গত ফেব্রুয়ারিতে সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প ইতিমধ্যেই যুদ্ধ-বিধ্বস্ত এ দেশটিকে আরও ধ্বংসের দিকে নিয়ে গেছে। এ ভয়াবহ ভূমিকম্পে সিরিয়ায় ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫.১ বিলিয়ন ডলার।
শুক্রবার (৩ মার্চ) বিশ্ব ব্যাংক থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া ভবনের বর্তমান মূল্য সিরিয়ার মোট জিডিপির প্রায় ১০ শতাংশ।
বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়ার ঐতিহাসিক ও সংস্কৃতিক স্থানগুলোও ভূমিকম্পে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্বব্যাংকের মধ্যপ্রাচ্যে বিষয়ক কান্ট্রি ডিরেক্টর জিন ক্রিস্টোফ ক্যারেট ধারণা করছেন, এই দুর্যোগের ফলে অর্থনৈতিক কর্মকাণ্ডের পতন ঘটবে।
উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা ৪৪ হাজার ২১৮ জন ও সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন।
সূত্র: মিডল ইস্ট মনিটর