বৃহস্পতিবার | ১৫ জানুয়ারি | ২০২৬
spot_img

ভূমিকম্পে তুরস্কের ২ লাখ ১০ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে

গত ফেব্রুয়ারিতে ঘটে যাওয়া ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের ২ লাখ ১০ হাজারেরও বেশি ভবন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ও ভেঙে পড়েছে।

শুক্রবার (২ মার্চ) তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান ‘ন্যাশনাল রিস্ক শিল্ড’ সভায় বক্তব্য প্রদানকালে এ তথ্য জানান।

তিনি বলেন, এ মুহুর্তে আমরা ২ লাখ ১০ হাজারেরও বেশি ভবন চিহ্নিত করেছি যার মধ্যে ৬ লক্ষ ৮ হাজার তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যা আমরা ভেঙে ফেলার উদ্যোগ নিয়েছি।

তিনি আরও বলেন, নতুন নির্মাণ করতে যাওয়া ভবনগুলো নিচতলা থেকে ৩-৪ তলার বেশি উঁচু হবে না।

এরদোগান বলেন, প্রাচীন শহরগুলির সাথে বোঝাপড়া করে আমাদের লক্ষ্য এমন ভবন নির্মাণ করা যা আমাদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পদকে ধরে রাখবে ও দুর্যোগ মোকাবেলায় শক্তিশালী রক্ষাকবচ হবে।

উল্লেখ্য, তুরস্ক ও সিরিয়ায় আঘাত হানা ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। যার মধ্যে তুরস্কে নিহতের সংখ্যা ৪৪ হাজার ২১৮ জন ও সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ