বুধবার, মার্চ ১২, ২০২৫

সিরিয়ার প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই তাকে মুসলিম হতে হবে: সাংবিধানিক কমিটি

সিরিয়াতে নতুন সাংবিধানিক খসড়া তৈরির জন্য ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে দেশটির অন্তর্বর্তীকালীন সরকার। এই কমিটির একটি সূত্র কাতারভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরাকে জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট হতে হলে অবশ্যই তাকে ইসলাম ধর্মের অনুসারী হতে হবে বলে একটি অনুচ্ছেদ অন্তর্ভূক্ত করা হয়েছে।

রবিবার (০২ মার্চ) এক প্রতিবেদনে বিষয়টি জানায় আল জাজিরা। প্রতিবেদন থেকে সংবিধান কমিটির আরো বেশ কয়েকটি খসড়ার বিষয়ে জানা যায়।

সূত্র অনুযায়ী, সিরিয়ার সাংবিধানিক খসড়া কমিটি ৪৮টি ধারা সম্বলিত একটি সাংবিধানিক ঘোষণা জারি করবে। সুনির্দিষ্ট জাতীয় নীতিমালা অনুযায়ী সিরিয়ার রাজনৈতিক দলগুলোকে বৈধতা প্রদান করা হবে। সিরিয়ার পার্লামেন্ট হবে ১০০ সদস্যবিশিষ্ট। সেই সঙ্গে সিরিয়ার প্রেসিডেন্টই হবেন দেশটির সেনাপ্রধান ও সশস্ত্র বাহিনীর প্রধান।

উল্লেখ্য, উক্ত কমিটিতে আছেন সংবিধান আইন বিশেষজ্ঞ আব্দুল হামিদ আল-আওয়াক, আন্তর্জাতিক আইনের প্রফেসর ইয়াসের আল-হুয়াইশ, সিভিল আইন বিশেষজ্ঞ ইসমাইল আল-খালফান, দামেস্ক বিশ্ববিদ্যালয়ের পাবলিক ল পদ্ধতির প্রধান রায়ান কাহিলান, রাজনৈতিক বিজ্ঞানী ও প্রশাসক মুহাম্মাদ রিদা জালাখি, আইন গবেষক আহমেদ কোরবি, এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী বাহিয়া মারদিনি।

সূত্র: আল জাজিরা ও লেভেন্ট টুয়েন্টিফোর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img