প্রযুক্তি, জ্ঞান-বিজ্ঞান, উন্নয়ন ও অর্থনীতির মতো বিভিন্ন খাতে প্রেসিডেন্ট এরদোগানের নেতৃত্বে এগিয়ে যেতে থাকা তুরস্ক আরো একটি তেলের খনি আবিষ্কার হয়েছে।
বুধবার (৩ মে) তুরস্কের জাতীয় পেট্রোলিয়াম কোম্পানি এবিষয়ে একটি বিবৃতি দেয়।
বিবৃতিতে বলা হয়, শারনাক অঞ্চলে নতুন একটি তেলের খনি আবিষ্কৃত হয়েছে, যেখানে কয়েক বিলিয়ন ব্যারল তেলের মজুদ রয়েছে। খনিটিতে একটি তেল ক্ষেত্র স্থাপন করা হয়েছে এবং নাম দেওয়া হয়েছে আয়বুকে ইয়ালগিন-১।
দৈনিক ১০ হাজার ব্যারলেরও কিছু বেশি পরিমাণ তেল উত্তলনের ক্ষমতা রয়েছে তেল ক্ষেত্রটির।
উল্লেখ্য, স্বর্ণ, রূপা ও গ্যাস সহ বিভিন্ন ধরণের প্রাকৃতিক খনিজ সম্পদ আবিষ্কৃত হচ্ছে তুরস্কে। তন্মধ্যে সবচেয়ে বড় আবিষ্কার হলো ভূমধ্যসাগরের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের খনি।
ইতিমধ্যে দেশটি ওই গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করে স্থলেও নিয়ে আসছে। তা রপ্তানি শুরু করেছে পার্শ্ববর্তী দেশগুলোতে।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় ঘোষণা দিয়েছেন যে, দেশের সকলকে আগামী ১ বছর ফ্রিতে গ্যাসের সুবিধা দেওয়া হবে।
সূত্র: আল জাজিরা











