রবিবার, মে ৪, ২০২৫

ভারতের হুমকি মোকাবিলায় ‘আবদালীকে’ সামনে আনছে পাকিস্তান; ভারতের উদ্বেগ

spot_imgspot_img

ভারতের হুমকি মোকাবিলায় ‘আবদালীকে’ সামনে আনছে পাকিস্তান।

শনিবার (৩ মে) আবদালী নামের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায় দেশটি।

পাক আন্ত:বাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) এর বিবৃতিতে বলা হয়, আবদালী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আবদালী ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে। উন্নত নেভিগেশন সিস্টেমে সজ্জিত এই ক্ষেপণাস্ত্র যেকোনো রাডার ও প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে কাঙ্খিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

এতে আরো বলা হয়, এই পরীক্ষার উদ্দেশ্য ছিলো একে অভিযানের জন্য প্রস্তুত রাখা ও এর কার্যকারিতা ও প্রযুক্তি সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হওয়া।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সিন্ধু সামরিক মহড়া ও প্রশিক্ষণের আওতায় এই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পাকিস্তান। এসময় পাক স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের প্রধান কমান্ডার, পাক সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা উপস্থিত ছিলেন।

‘আবদালীর’ পরীক্ষা সফল হওয়ায় পাক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এর সাথে সংশ্লিষ্টদের অভিনন্দন জানান। শত্রু মোকাবিলায় স্ট্র্যাটেজিক ফোর্সের দক্ষতা ও প্রস্তুতির উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে বলে জানান।

অপরদিকে আবদালীর পরীক্ষায় উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমে জানানো হয়, দেশটির সরকার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উসকানি হিসেবে দেখছে। তবে পাকিস্তান ভারতের এমন প্রতিক্রিয়ার জবাবে জানায়, আন্তর্জাতিক নিয়ম অনুসারে ‘আবদালীর’ পরীক্ষা চালানোর ২৪ ঘন্টা পূর্বে নয়াদিল্লিকে অবহিত করেছিলো ইসলামাবাদ।

উল্লেখ্য, পাক বাহিনীর সিন্ধু সামরিক মহড়া পাক-ভারতের সারগোধা সীমান্তে অনুষ্ঠিত হচ্ছে, যার আওতায় ৪৫০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘আবদালীর’ পরীক্ষা চালানো হয়। এই সারগোধা থেকে নয়াদিল্লির দূরত্বও একই, বরাবর ৪৫০ কিলোমিটার।

এছাড়া সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পাকিস্তানের স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ‘আবদালী’ এমন প্রযুক্তিতে তৈরি যা ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে সক্ষম।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img