রবিবার, মে ৪, ২০২৫

আফগানিস্তান এখন পর্যন্ত ১২ হাজার অকেজো সামরিক যান সচল করেছে

spot_imgspot_img

এখন পর্যন্ত ১২ হাজার অকেজো সামরিক যান সচল করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।

রবিবার (৪ মে) বাখতার নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, সামরিক যান মেরামত ইউনিটের প্রধান হাফেজ রহমতুল্লাহ আনাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার অকেজো সামরিক যান সচল করেছে ইমারাত সরকারের নেতৃত্বাধীন সামরিক যান মেরামত ইউনিট। তন্মধ্যে শুধু গত সৌরবর্ষেই (১৪০৩) মেরামতের মাধ্যমে ব্যবহার উপযোগী করা হয় ২৩০০টি যান।

তিনি আরো জানান, মেরামতকৃত সামরিক যানগুলোর মধ্যে রেঞ্জার্স, ইন্টারন্যাশনালস, হামভী ট্যাংকের মতো যুদ্ধযান রয়েছে। আরো রয়েছে কিছু সংখ্যক টয়োটা গাড়ি।

তার ভাষ্যমতে, মেরামতকৃত সামরিক যানগুলোর মাঝে এমন যানও ছিলো, পূর্বের সরকারের আমলে যার সঠিক ব্যবহার নিশ্চিত না করায় ও অবহেলায় ক্ষতিগ্রস্ত হয়েছিলো। অকেজো হয়ে পড়েছিলো।

সংবাদমাধ্যমের তথ্যমতে, স্থল যুদ্ধযানের পাশাপাশি বহুসংখ্যক সামরিক আকাশযানও মেরামত করেছে ইমারাত সরকারের মেরামত ও ইঞ্জিনিয়ার ইউনিট। তন্মধ্যে ৭০টি বিশেষভাবে উল্লেখযোগ্য।

সেগুলো হলো, UH-60 ব্ল্যাক হক, Mi-17 ও Mi-24/35 ফাইটার হেলিকপ্টার এবং Cessna 208 কারাভান বিমান। যা বর্তমানে আফগান বিমান বাহিনীতে সক্রিয়ভাবে ব্যবহৃত হচ্ছে।

তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকারের বক্তব্য অনুযায়ী, আফগান ইঞ্জিনিয়ার ও প্রযুক্তিবিদদের সহায়তায় নিজস্ব সম্পদ ও উপাদান ব্যবহার করে এসব আধুনিক ফাইটার হেলিকপ্টার ও বিমানের মেরামতকাজ সম্পন্ন করেছেন তারা। তবে আমেরিকার সামরিক বিশেষজ্ঞগণ বলছেন, আধুনিক প্রযুক্তির এসব হেলিকপ্টার ও বিমান মেরামত আফগানদের একার পক্ষে সম্ভব নয়। এতে রাশিয়ার সহায়তা থাকতে পারে।

উল্লেখ্য, বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা ও সীমাবদ্ধতা সত্ত্বেও সামরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মার্কিন সেনাদের অকেজো করে যাওয়া সামরিক যানবাহন ও ভারী অস্ত্রশস্ত্র মেরামতে জোর দিচ্ছে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়ার সরকার। এছাড়া মার্কিন মদদপুষ্ট পূর্বের সরকারের কর্মকর্তারা পার্শ্ববর্তী দেশগুলোতে যেসব ফাইটার হেলিকপ্টার ও যুদ্ধযান নিয়ে পালিয়ে যায় সেসব ফিরিয়ে আনার চেষ্টাও অব্যাহত রেখেছে। যানবাহন, প্রতিরক্ষা ও প্রযুক্তি শিল্পেও দিয়ে যাচ্ছে প্রয়োজনীয় সহায়তা। করছে অর্থায়ন।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img