সোমবার, মে ৫, ২০২৫

আমরা ভারতের কাছে ভিক্ষা চাই না, পানির ন্যায্য হিস্যা চাই : মির্জা আব্বাস

spot_imgspot_img

আমরা ভারতের কাছে পানি ছাড়া অন্য কিছু চাই না। আমরা বকশিস চাই না, ভিক্ষা চাই না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

রোববার (৪ মে) বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বরে তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণ-পদযাত্রার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা আব্বাস।

মির্জা আব্বাস বলেন, “পানি কখনও মারণাস্ত্র হতে পারে না। পানি কখনও যুদ্ধের অস্ত্র হতে পারে না। একমাত্র ভারত বিশ্বে দেখিয়ে দিলো, পানি তারা যুদ্ধের ও মারণাস্ত্র হিসেবে ব্যবহার করছেন।”

তিনি বলেন, “আমরা অনেক আগেই পানির ন্যায্য হিস্যা পেতাম, যদি হাসিনার মতো একটা সন্ত্রাস সরকার না আসতো। এই পানির জন্য তারা ভারতকে কিছু বলতে পারে নাই।”

মির্জা আব্বাস তিস্তা নদী নিয়ে আন্দোলনের আয়োজনের প্রশংসা করে বলেন, “তিস্তা আন্দোলন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমি এই আন্দোলনের সাথে থাকবো।”

মির্জা আব্বাস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত গণ-পদযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, বিএনপি নেতা এমদাদুল হক ভরসা প্রমুখ।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img