কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা মুসলিমদের টেকসই ও দুর্যোগ সহনশীল ঘর করে দিচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। ক্ষতিগ্রস্ত প্রায় ১০ হাজার পরিবারকে ‘আশ্রয়ণ’ দিচ্ছে সংস্থাটি। এর মধ্যে এক হাজার ঘর নির্মাণের কাজ শুরু করেছে তারা।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজারের হেড অব অপারেশন এম এ হালিম বলেন, কক্সবাজারে নিয়োজিত মানবিক সংস্থাগুলো সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুব অল্প সময়েই প্রয়োজনীয় সেবাগুলো প্রদানে সক্ষম হয়েছি। বর্তমানে ১ হাজার আশ্রয়ণ নির্মাণের কাজ চলছে। ৩০ জুন নাগাদ এ প্রকল্পের কাজ শেষ করার চেষ্টা চলছে।
জানা যায়, প্রাথমিক পর্যায়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের অফিস (আরআরআরসি) ও রেড ক্রিসেন্ট যৌথভাবে ৮০০ পরিবারের জন্য তাঁবু স্থাপনসহ ৭০০টি ‘অস্থায়ী আশ্রয়ণ’ নির্মাণ করে।
রেড ক্রিসেন্টের পপুলেশন মুভমেন্ট অপারেশনের আওতায় কাতার রেড ক্রিসেন্টের অর্থায়নে ৭৫টি ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিসের অর্থায়নে ৯২৫টি সহ মোট ১ হাজার পরিবারের জন্য অপেক্ষাকৃত অধিক শক্তিশালী আশ্রয়ণ নির্মাণ করা হচ্ছে।
গত ২২ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে কক্সবাজারের উখিয়ার বালুখালী-৯, বালুখালী-৮, ইস্ট ও বালুখালী-৮, ওয়েস্ট ক্যাম্পের ১০ হাজার ১৬৫টি ঘর পুড়ে যায়। আগুনে নিহত হয় ক্যাম্পের ১৫ জন।