বুধবার | ৫ নভেম্বর | ২০২৫

সিলেটে নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে

দেশের মধ্যে এবং উজানে ভারি বৃষ্টির কারণে আগামী দু-দিনের (৪৮ ঘণ্টা) মধ্যে দেশের উত্তর-পূর্বাঞ্চলের (সিলেট অঞ্চল) নদ-নদীর পানি বিপৎসীমা পার হতে পারে।

শনিবার (৪ জুন) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে থেকে এ তথ্য জানা গেছে। উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বিপৎসীমা পার হলে ওই অঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গত মাসেও ভারি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে বন্যা দেখা দেয়। দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ। সেই বন্যার ক্ষত এখনো শুকায়নি উত্তর-পূর্বাঞ্চল থেকে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মা নদ-নদীর পানি স্থিতিশীল আছে, অপরদিকে তিস্তা ও সুরমা-কুশিয়ারা নদীর পানি বাড়ছে।

আবহাওয়া সংস্থাগুলোর গাণিতিক মডেলভিত্তিক পূর্বাভাস তুলে ধরে তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের আসাম (বরাক অববাহিকা), মেঘালয় ও হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা এবং উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ সব প্রধান নদ-নদীর পানি বাড়তে পারে।

আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে সুরমা উত্তর-পূর্বাঞ্চলের, কুশিয়ারা ও সোমেশ্বরীসহ প্রধান নদ-নদীগুলোর পানি বেড়ে কয়েকটি স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় তিস্তা নদীর পানির বাড়ার ধারা অব্যাহত থাকতে পারে এবং বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে বলেও জানিয়েছেন আরিফুজ্জামান ভূঁইয়া।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img