কাতারের আমীর শেখ হামাদ বিন খলিফা আল থানির সঙ্গে আজ বৈঠক করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। বৈঠকে পাকিস্তানের প্রেসিডেন্ট প্রতিরক্ষা ও প্রতিরক্ষা উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দেন।
বুধবার (৫ নভেম্বর) পাকিস্তানের প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে দোহায় অনুষ্ঠিত এ বৈঠকের তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, কাতারের আমীর প্রেসিডেন্ট জারদারিকে আশ্বস্ত করেছেন যে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে পাকিস্তানের সঙ্গে আলোচনার নির্দেশ দেবেন।
বৈঠকে দুই নেতা রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন। জারদারি কৃষি ও খাদ্য নিরাপত্তা ক্ষেত্রেও সহযোগিতা বৃদ্ধির প্রস্তাব দেন।
কাতারি আমীর বলেন, কাতার পাকিস্তান ও তার সাফল্যে গর্বিত এবং কাতারের উন্নয়নে পাকিস্তানি সম্প্রদায়ের অবদানকে গভীরভাবে মূল্যায়ন করে। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে কাতারে পাকিস্তানি নাগরিকদের সংখ্যা আরও বাড়বে।
প্রেসিডেন্ট জারদারি কাতারের অগ্রগতি ও আমীরের দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন এবং পাকিস্তান সরকারের পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা জানান। দুই নেতা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, আস্থা ও মুসলিম উম্মাহর শান্তি ও উন্নতির যৌথ আকাঙ্ক্ষার ভিত্তিতে গড়ে ওঠা ঐতিহাসিক বন্ধন পুনর্ব্যক্ত করেন।
জারদারি গাজ্জায় যুদ্ধবিরতি ও মানবিক ত্রাণে কাতারের ভূমিকার প্রশংসা করে বলেন, কাতার আজ আন্তর্জাতিক পর্যায়ে সংলাপ ও মানবিক কূটনীতির কেন্দ্র হয়ে উঠেছে।
সূত্র : জিও নিউজ











