বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

ঈদকে সামনে রেখে গাজ্জায় হামলা চালাচ্ছে ইসরাইল; ২০৮ জন আহতসহ নিহত ৪০

গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনীর হামলায় এক দিনে ৪০ জন নিহত এবং ২০৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) তুর্কী বার্তাসংস্থা আনাদোলু অ্যাজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরও ২০৮ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। ফলে ইসরাইলি আক্রমণে আহতের সংখ্যা এক লাখ ২৪ হাজার ৯০১ জনে দাঁড়িয়েছে।

নিহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৫১০ জন।

বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মানবিক আইন লঙ্ঘন করে গাজ্জায় ধ্বংসাত্মক হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। দীর্ঘ ১৯ মাস ধরে চলা বর্বর হত্যাযজ্ঞে ৫৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ২৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img