শনিবার | ২৪ জানুয়ারি | ২০২৬
spot_img

৬০৬ দিনে গাজ্জায় ৫৪৫১০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদে অবৈধ রাষ্ট্র ইসরাইল গাজ্জায় আগ্রাসন চালিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৫৪৫১০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। ইসরাইলি বাহিনীর নির্বিচারে বোমা হমলায় আহতের সংখ্যা ১ লাখ ২৫ হাজারের কাছাকাছি। যদিও হতাহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে কয়েকগুন বলে মনে করা হয়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

আল-জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, গত মার্চে একতরফা যুদ্ধবিরতি ভেঙে ইসরাইল এ পর্যন্ত ৪ হাজার ২৪০ ফিলিস্তিনিকে হত্যা করেছে। এ সময়ে আহত হয়েছেন ১২ হাজার ৮৬০ জন।

গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা জানায়, গত ২৪ ঘণ্টায় গাজ্জায় ইসরাইলের হামলায় অন্তত ৪০ জন ফিলিস্তিনি নিহত এবং ২০৮ জন আহত হয়েছেন। এ ছাড়া গত ৮ দিনে দখলদাররা শতাধিক ত্রাণকর্মীকে হত্যা করেছে।

গাজার সরকারি মিডিয়া অফিস সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ইসরাইল ক্ষুধার্ত ফিলিস্তিনিদের মার্কিন সহায়তা বিতরণ কেন্দ্রের প্রতি আকৃষ্ট করে আবার সেখানেই তাদের ওপর গুলি চালাচ্ছে। ইসরাইল আট দিনে ১০২ ত্রাণ সংগ্রহকারী ফিলিস্তিনিকে হত্যা করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ