বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

স্কুলে আশ্রয় নেওয়া ১৮ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরাইল

গাজ্জার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত হয়ে স্কুলে আশ্রয় নেওয়া শিশুসহ কমপক্ষে ১৮ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল।

বুধবার (৪ জুন) বোমা হামলা চালিয়ে তাদেরকে হত্যা করে ইসরাইলি বাহিনী।

সংবাদ সংস্থা ওয়াফা প্রতিবেদন অনুসারে, খান ইউনিসের একটি স্কুলে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবু লক্ষ্য করে হামলা চালায় দখলদার ইসরাইলি বাহিনী। এ হামলায় আরও বেশ কয়েকজন আহত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ইসরাইলি বাহিনী দক্ষিণ খান ইউনিসের কিজান আল-নাজ্জার এলাকা এবং গাজ্জা শহরের উত্তর-পূর্বাঞ্চলের বাড়িঘরেও গুলি চালায়।

প্রত্যক্ষদর্শীরা ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে জানান, একটি ইসরাইলি ড্রোন দুটি তাঁবুতে আঘাত করেছে। সেখানে পূর্ব খান ইউনিসের এলাকা থেকে বাস্তুচ্যুত হয়ে আসা নারী ও শিশুসহ কয়েক ডজন ফিলিস্তিনি বাস করছিল।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img