মঙ্গলবার | ১৬ সেপ্টেম্বর | ২০২৫

অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই: স্বাস্থ্য অধিদপ্তর

অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর যে অভিযোগ উঠেছে, তা তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে তা জানানো হবে। বর্তমানে অক্সিজেনের উৎপাদন ও সরবরাহে কোনো সংকট নেই। তবে রোগীর সংখ্যা বেড়ে গেলে সেটা চ্যালেঞ্জ হতে পারে।

রবিবার (৪ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত সংবাদ বুলেটিনে এসব কথা বলা হয়।

অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম বলেন, ২৫তম সপ্তাহের তুলনায় ২৬তম সপ্তাহে রোগী বেড়েছে ৫১ শতাংশ। একই সময়ে মৃত্যু বেড়েছে ৪৬ শতাংশ। মডার্নার টিকা কীভাবে দেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কাজ করছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img