বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

পটিয়ায় বাসচাপায় প্রাণ হারালেন মসজিদের ইমাম

মাহবুবুল মান্নান

চট্টগ্রামের পটিয়ায় বাসচাপায় প্রাণ হারালেন মাওলানা ইস্কান্দার জামি(৫৬) নামে এক মসজিদের ইমাম।

মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে পটিয়া বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা ইস্কান্দার জামি চট্টগ্রামের পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের ইকরাম চৌধুরীর ছেলে।

তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ও প্রাইম ইসলামি লাইফ ইনস্যুরেন্স কোম্পানির পটিয়া শাখার ইনচার্জ ছিলেন।

প্রত্যক্ষদর্শিরা জানান, মাওলানা ইসকান্দর জামি মোটরসাইকেলে মঙ্গলবার বিকেলে বাসায় ফিরছিলেন। পথে পটিয়া বাইপাস সড়কে একটি বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি স্নেহাংশু বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি আটক করা হয়েছে।

তিনি এক ছেলে ও এক মেয়ের জনক বলে জানা গেছে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img