দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। বিশ্বের প্রথম কোনো দেশ হিসেবে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকারকে স্বীকৃতি দিয়েছে দেশটি।
বৃহস্পতিবার (৩ জুলাই) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। দেশটিতে নিয়োজিত রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত জামির কাবুলভও এ তথ্য নিশ্চিত করেছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা বিশ্বাস করি ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ফলে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দু’দেশের মধ্যে উৎপাদনশীল দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি হবে।
এতে আরও বলা হয়, আমরা জ্বালানি, পরিবহন, কৃষি এবং অবকাঠামোগত প্রকল্পগুলোর উপর জোর দিয়ে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতার ব্যাপক সম্ভাবনা দেখতে পাচ্ছি। আঞ্চলিক নিরাপত্তা জোরদার, সন্ত্রাসবাদ ও মাদক-সম্পর্কিত অপরাধের হুমকি মোকাবেলায় আমরা কাবুলের পাশে আছি।
এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তানের নবনিযুক্ত রাষ্ট্রদূত গুল হাসানের পরিচয়পত্র গ্রহণ করেছে তারা ।
উল্লেখ্য, ২০২১ সালের আগস্টে মার্কিন বাহিনীকে পরাজিত করে আফগানিস্তানের ক্ষামতায় আসেন তালেবান সরকার। তালেবান সরকারকে বিশ্বের কোনো দেশ স্বীকৃতি না দিলেও বেশকিছু দেশ তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল। তন্মধ্যে রাশিয়া ছিলো অন্যতম। এবার সরাসরি তালেবানের নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দিলো দেশটি।









