ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির গাজ্জা উপত্যকার পূর্ণ দখল, মানবিক সাহায্য বন্ধ এবং অঞ্চলটি থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নিতে নেতানিয়াহু সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়েছেন।
আনাদোলু এজেন্সি জানায়, বেন-গভির ইসরাইলের আর্মি রেডিওকে বলেন, চুক্তিতে (যুদ্ধবিরতিতে) পৌঁছানোর ইচ্ছা এটি একটি ভয়াবহ ভুল। আমাদের এক মুহূর্তও থামা উচিত নয়। আমাদের পূর্ণ বিজয় অর্জন করতে হবে, সমগ্র গাজ্জা দখল করতে হবে, মানবিক সহায়তা বন্ধ করতে হবে।
গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গাজ্জায় ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ইসরাইল ‘প্রয়োজনীয় শর্ত’ মেনে নিয়েছে। তবে ‘প্রয়োজনীয় শর্ত’র বিষয়টি বিস্তারিত জানাননি তিনি।
যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক আহ্বান সত্ত্বেও ইসরাইলি দখলদার বাহিনী গাজ্জায় গণহত্যা চালিয়ে যাচ্ছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ৫৭ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু।









