বুধবার | ৩ ডিসেম্বর | ২০২৫

নিরাপরাধ কাউকে কারাগারে ফেলে রাখবেন না: বিচরাকদের উদ্দেশ্যে আফগান আমীরুল মু’মিনীন

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আমীরুল মু’মিনীন বা সর্বোচ্চ নেতা মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, বন্দিদের প্রতি বিশেষ খেয়াল রাখুন, কোনো বন্দিকে অনিশ্চয়তায় কারাগারে ফেলে রাখবেন না। বাদী-বিবাদীর মধ্যে সমতা বজায় রাখুন, রায় প্রদানের ক্ষেত্রে কারও প্রতি পক্ষপাত করবেন না এবং সব দপ্তরের সঙ্গে সহযোগিতা করুন।

কান্দাহারে বিচারকদের নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

বিচারকদের উদ্দেশ্যে মাওলানা হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেন, ন্যায়ের সাথে বিচারকাজ করে মানুষের হেদায়েতের মাধ্যম হোন। যে বিচারক ন্যায়ের উপর অটল থাকে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন।

তিনি বলেন, আপনারা নিজেদের বিচার কার্যক্রম ও অভিজ্ঞতার উপর বই-পুস্তক লিখে প্রকাশ করুন, যাতে ভবিষ্যৎ বিচারকগণ আপনাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হতে পারে। যুবক বিচারকগণ অভিজ্ঞ আলেম ও বিচারকদের সান্নিধ্যে বসে তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিক।

তিনি আরও বলেন, বিচারকাজের ক্ষেত্রে আলেম ও নতুন প্রজন্মকে গড়ে তুলুন, একে অপরকে স্মরণ করিয়ে দিন ও আলোচনা করুন।

সূত্র : আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img