ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ঐক্যে ফাটল ধরাতে নতুন চক্রান্ত শুরু করেছে ইসরাইলি মিডিয়া। সম্প্রতি ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াই নেট (Ynet) এক প্রতিবেদনে ইয়াসির খানিদাক ও রামি হাল্লাস নামে দুই ফিলিস্তিনির নাম প্রকাশ করে দাবি করে যে, তারা দুজন হামাস বিরোধী নতুন দুটি মিলিশিয়া গ্রুপের প্রধান হিসেবে খান ইউনুস এবং গাজ্জা সিটিতে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পরেই ইয়াসির খানিদাক নামের ফিলিস্তিনি ব্যক্তিটি ওয়াই নেটের দাবী প্রত্যাখ্যান করে একটি ভিডিও বার্তা দেন।
ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরাইলী বাহিনী ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের (PA) সাথে আমার কোনো ধরণের সম্পর্ক নেই। আমি হামাসের স্বাধীনতা ও প্রতিরোধ যুদ্ধের সাথে একাত্মতা পোষণ করি।
বৃহস্পতিবার (৩ জুলাই) মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে মিলিশিয়া গ্রুপের প্রধান আখ্যা পাওয়া অপর ব্যক্তি রামি হাল্লাস এবিষয়ে এখনো নিজের অবস্থান পরিষ্কার করেননি। তবে তার পক্ষে থাকা দলটি ইসরাইলকে যেকোনো ধরণের সহযোগিতার নিন্দা জানিয়ে একটি বিবৃতি দিয়েছে এবং ওয়াই নেটের প্রতিবেদনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই জানিয়েছে।
ইসরাইলী সংবাদমাধ্যম ওয়াই নেট তাদের প্রতিবেদনে দাবী করে যে, বিশৃঙ্খলা ও আইনহীনতা সৃষ্টির লক্ষ্যে ইসরাইল গাজ্জা উপত্যকায় হামাস বিরোধী দুটি নতুন অপরাধী গ্যাংকে অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে। গোষ্ঠীগুলো খান ইউনিস ও গাজ্জা সিটিতে দিন দিন সক্রিয় হচ্ছে। তারা হামাসের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও পশ্চিম তীরের সরকার হিসেবে পরিচিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ (PA) এর সাথে যুক্ত। তারা এমন পথ অনুসরণ করছে যা ইয়াসের আবু শাবাব নামের এক ব্যক্তি শুরু করেছে। যিনি একসময়ের অপরাধী বন্দি থেকে হয়ে উঠেন হামাস বিরোধী মিলিশিয়া নেতা। রাফাহ অঞ্চলে ইসরাইলী বাহিনীর সমন্বয়ে মানবিক সহায়তা লুট এবং ফিলিস্তিনিদের উপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগও রয়েছে এই আবু শাবাবের বিরুদ্ধে।
প্রতিবেদনে আরো বলা হয়, হামাস বিরোধী নতুন গ্যাং দুটি ইসরাইলের কাছ থেকে অস্ত্র ও অর্থ সহায়তা পাওয়াতেই সীমাবদ্ধ নয়, বরং এর সদস্যরা ফিলিস্তিনি কর্তৃপক্ষের (PA) তরফ থেকে বেতনও পেয়ে থাকেন।
এর আগে গত মাসে প্রকাশ পায় যে, ইসরাইল ইয়াসির আবু শাবাবের হামাস বিরোধী একটি মিলিশিয়া গ্রুপকে অস্ত্র ও অর্থ সহায়তা দিয়ে সহায়তা করছে। বুধবার (২ জুলাই) হামাস এই আবু শাবাবকে আত্মসমর্পণের জন্য ১০ দিনের আল্টিমেটাম দেয়।হামাস তাকে বিশ্বাসঘাতকতা, শত্রুপক্ষকে সহযোগিতা, সশস্ত্র মিলিশিয়া গঠন এবং সশস্ত্র বিদ্রোহ উসকে দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে।
ইসরাইলের সঙ্গে এই গ্যাংয়ের যোগসূত্র প্রকাশ পাওয়ার পর ইসরাইলী প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর পক্ষে সাফাই স্বরূপ এক এক্স বার্তায় বলেন: আমরা গাজ্জার এমন গোষ্ঠীগুলোর সহায়তা নিয়েছি যারা হামাসের বিরোধী। এতে খারাপ কিছু দেখছি না, বরং ভালোই হয়েছে। এতে ইসরায়েলি সেনাদের প্রাণ বাঁচবে।