রাশিয়ার পক্ষ থেকে তালেবানের নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গেই মস্কোতে আফগান দূতাবাস ভবনে ইমারাতে ইসলামিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে।
কাবুলে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত দিমিত্রি ঝিরনোভ জানিয়েছেন, রাশিয়ার এই সিদ্ধান্ত পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রস্তাব এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সিদ্ধান্তের ভিত্তিতে নেওয়া হয়েছে।
দিমিত্রি ঝিরনোভ বলেন, “রাশিয়ার এই পদক্ষেপ প্রমাণ করে যে মস্কো ইমারাতে ইসলামিয়ার সঙ্গে সম্পর্ক আরও সম্প্রসারিত করতে চায়।”
এদিকে, ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহউল্লাহ মুজাহিদ রাশিয়ার স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারাও এ ধরনের পদক্ষেপ গ্রহণ করে।
ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমীর খান মুত্তাকী এই স্বীকৃতিকে আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও বিস্তৃত করার জন্য একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।
সূত্র : আরটিএ