কাতারে নিযুক্ত ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের রাষ্ট্রদূত মাওলানা মুহাম্মাদ সুহাইল শাহিন জানিয়েছেন, রাশিয়ার স্বীকৃতি প্রদানের পর আরও কিছু দেশ তালেবান নেতৃত্বাধীন সরকারের স্বীকৃতি দেবে।
তিনি এক রুশ গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “রাশিয়ার সিদ্ধান্তের পর কিছু দেশ একই পথে এগোবে। সম্ভবত আগামী কয়েক সপ্তাহ বা মাসের মধ্যেই আমরা সুসংবাদ শুনতে পারব।”
এদিকে ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মাওলানা জাবিহউল্লাহ মুজাহিদ রাশিয়ার স্বীকৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন। তিনি অন্যান্য দেশগুলোকে আহ্বান জানিয়েছেন যেন তারাও এমন পদক্ষেপ নেয়।
প্রসঙ্গত, রাশিয়া সম্প্রতি এক বড় সিদ্ধান্তের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তালেবান নেতৃত্বাধীন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান সরকারকে স্বীকৃতি দিয়েছে। সেই সঙ্গে মস্কোতে আফগান দূতাবাস ভবনে ইমারাতে ইসলামিয়ার পতাকা উত্তোলন করা হয়েছে।
রাশিয়ার এই সিদ্ধান্ত দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের প্রস্তাব এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশনার ভিত্তিতে গৃহীত হয়েছে।
সূত্র : আরটিএ