ইনসাফ | মাহবুবুল মান্নান
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ-এর সাবেক কেন্দ্রীয় সংগঠন সচিব মাওলানা আ.হ.ম নুরুল কবির হিলালী বলেছেন, ইসলামী ছাত্রসমাজ শুধু একটি নাম নয়; এটি তৌহিদী ছাত্রজনতার অবিসংবাদিত একটি প্লাটফর্ম, এটি একটি বিপ্লব, একটি সমৃদ্ধ ইতিহাস, ঈমানদ্বীপ্ত ঐতিহ্যের এক অনবদ্য স্মারক।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় চট্টগ্রামে অস্থায়ী কার্যালয়ে সংগঠনটির ৫২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত স্মৃতিচারণ সভা ও দু’আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, উপমহাদেশের প্রখ্যাত বুযুর্গানেদ্বীনের হাতে ১৯৬৯ সালের ৩ সেপ্টেম্বর ইসলামী ছাত্রসমাজের ঐতিহাসিক বুনিয়াদ স্থাপিত হয়। তাগুতি শক্তির মোকাবিলা, সন্ত্রাস ও উগ্রবাদ প্রতিরোধ এবং ইসলামী নেজাম প্রতিষ্ঠার সংগ্রামে ইসলামী ছাত্রসমাজের বলিষ্ঠ অংশগ্রহণ ও সাহসী ভূমিকা ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
সাবেক জেলা সভাপতি মাওলানা নুরুল হক চকোরী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গণমুখী ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করা, স্বতন্ত্র ইসলামী আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও কওমী মাদ্রাসার দাওরায়ে হাদীসের সনদকে এম.এ. এর সমমর্যাদা প্রদানসহ শিক্ষার্থীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনে এ সংগঠনের রয়েছে সংগ্রামী অবদান ও বিপ্লবী ঐতিহ্য। এ সোনালী অতীতকে সামনে রেখে কর্মতৎপরতাকে অধিকতর বেগবান করতে হবে।
সংগঠনের কক্সবাজার জেলা সভাপতি হাফেজ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি হাফেজ মুহাম্মাদ আবুল মঞ্জুর।
তিনি বলেন, অনেক বাধার পাহাড় পেরিয়ে ঈমানদীপ্ত এ কাফেলা ইসলামী ছাত্রসমাজের আদর্শিক অভিযাত্রার অর্ধশত বছর পেরিয়ে আরও দুই বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ পথপরিক্রমায় এ বিপ্লবী কাফেলার অবদানে গড়ে উঠেছে ইসলামী আন্দোলনের অনেক নির্ভীক সিপাহসালার, একনিষ্ঠ দাঈ, বিজ্ঞ রাজনীতিবিদ, সুবক্তা, প্রাজ্ঞ লেখক, সত্যনিষ্ঠ সাংবাদিক ও দক্ষ সংগঠক। সফলতার এই ধারা অব্যাহত রাখতে ইসলামী ছাত্রসমাজ নেতাকর্মীদের তাকওয়া, নিষ্ঠা, আদর্শিক জ্ঞান-প্রজ্ঞা ও দক্ষতার সাথে নিরবচ্ছিন্ন কর্মতৎপ্রয়াস চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে সংগঠনের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক ইসলামাবাদী ও বর্তমান মহাসচিব এহতেশামুল হক সাখীর কারামুক্তি এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনায় আল্লাহর দরবারে বিশেষ মুনাজাত করা হয়।