ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের সঙ্গে একযোগে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম। দেশটির এমন ঘোষণাকে স্বাগত জানিয়েছে কাতার।
চলতি মাসের শেষদিকে নিউইয়র্কে অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ওই রাষ্ট্রগুলো।
এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারগুলোর প্রতি দৃঢ় সমর্থন প্রকাশ করে এবং ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটানোর প্রয়োজনীয়তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ঐকমত্যকে প্রতিফলিত করে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এই পদক্ষেপকে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বর্ণনা করেছে। মন্ত্রণালয় বলছে, এটি আন্তর্জাতিক নীতি ও নিরাপত্তা পরিষদের প্রস্তাবনার সাথে সামঞ্জস্যপূর্ণ। এর মাধ্যমে এই অঞ্চলে ন্যায্য ও পূর্ণাঙ্গ শান্তি প্রতিষ্ঠিত হবে।
যেসব রাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি সেসব রাষ্ট্রকে একই পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে কাতার। রাষ্ট্রটি বলছে, এ ধরণের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শন করে এবং নিজেদের ভূমির ওপর ফিলিস্তিনিদের অখণ্ড অধিকারকে সমর্থন করে।
সম্প্রতি ফ্রান্স, ব্রিটেন, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পর্তুগাল, কানাডা ও মাল্টাসহ কয়েকটি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে।
গত বছর ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বার্বাডোস, আয়ারল্যান্ড, জ্যামাইকা, নরওয়ে ও স্পেন।
সূত্র: দোহা নিউজ