রবিবার | ৯ নভেম্বর | ২০২৫

দেশে ফিরতে তারেক রহমানের পাসপোর্ট বা কোনো সহায়তা লাগলে অন্তর্বর্তী সরকার তা করবে: পররাষ্ট্র উপদেষ্টা

লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট (ভ্রমণ অনুমতি) নিয়ে সমস্যা হলে সমাধানের আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেন, তারেক রহমানের দেশে ফিরতে চাওয়া একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। তবে, তিনি দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের (ভ্রমণ অনুমতি) জন্য কোনো সহায়তা লাগলে, তা দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারেক রহমান পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টের জন্য আবেদন করেছেন, এমন তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, উনি ফেরার তথ্য জানালে যথাযথ উদ্যোগ নেবে সরকার।

মালয়েশিয়ায় যারা ধরা পড়েছে তাদের নিয়ে দূতাবাস কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অভিবাসন ব‍্যয় অত‍্যাধিক হওয়ার কারণে সংকট বেশি তৈরী হচ্ছে।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের রিক্রুটিং এজেন্টদের জন‍্য শ্রমিকরা বেশি ভুক্তভোগী হচ্ছেন।

তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে একবারই চিঠি দেয়া হয়েছে, ফের চিঠি দেয়া হলে জানানো হবে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img