বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

জাতীয় নির্বাচনের ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে ইসি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় আসনের পুনর্নির্ধারিত সীমানার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন কমিশন দাবি, আপত্তি, সুপারিশ বা মতামত সংবলিত দরখাস্তের তথ্যাদি পর্যালোচনা করে এবং শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনায় নিয়ে প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার প্রয়োজনীয় সংশোধন করে জাতীয় সংসদের ৩০০ আসনের পুনর্নির্ধারিত সীমানার চূড়ান্ত তালিকা প্রকাশ করল।

কমিশন জানিয়েছে, মোট ৩৭টি আসনের সীমানায় পরিবর্তন এসেছে। এ সীমানার ভিত্তিতেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ সংসদ নির্বাচন। এবার গাজীপুরে একটি বাড়িয়ে ৬টি আসন এবং বাগেরহাটে একটি কমিয়ে ৩টি আসন রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে বিজয়নগর উপজেলাকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ এ নেওয়া হয়েছে।

আখতার আহমেদ জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ সংসদীয় এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তা গেজেটে আকারে প্রকাশ করা হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img